প্রকাশিত: Wed, Jan 4, 2023 2:18 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:14 PM

লিটফেস্ট শক!

মাহবুব মোর্শেদ

এক বন্ধু ফোন দিয়া বললো, তোমারে কি লিস্ট ফেস্টঅলারা দাওয়াত দেয়? আমি বললাম, কেন? -ভাবতেছিলাম তোমারে টিকেট পাঠাবো। যাবা নাকি? এমনেই দেখে আসলা। -আমি তো এইসবে যাই না। লিটফেস্টে কোনো দিন যাই নাই। -এবারো যাওয়ার কোনো ইচ্ছা নাই? -নাহ। এবারো যাওয়ার ইচ্ছা নাই। একথা ঠিক লিটফেস্টঅলারা আমাকে দেখতে যাওয়ার দাওয়াত দেয় না। কারণ ওরা জানে দাওয়াত দিলেও আমি যাবো না। আয়োজকরা আমার পুরনো বন্ধু। ফলে ওদের ব্যাপার যেমন আমি জানি, ওরাও আমার ব্যাপার জানে।

দেখতে যাওয়ার দাওয়াত না দিলেও মোট দুইবার দুইটা ইভেন্টে আলোচক বা মডারেটর হিসাবে পার্টিসিপেট করতে বলছিলো। একদিক দিয়া ব্যাপারটা ভালো। আমি যে ওদের সঙ্গে একমত না এইটা ওরা জানে। আমি সমালোচনা করবো এইটা ওরা ১০ বছর থেকে জানে। কিন্তু তৃতীয় পক্ষ হয়ে বন্ধু কেন আমাকে টিকেট পাঠাইতে চাইলো ভেবে আমি একটু চিন্তিত। 

আগে পরে আমার অবস্থান না বুঝেই সে কি মনে করছে টিকিট কাটার টাকা নাই বলে আমার মন খারাপ? তার কি কোনো কারণে মনে হইতেছে টিকিট পাইলে বা ডাকলেই আমি যাবো? আমাদের এইসব সমালোচনার সামাজিক রাজনৈতিক তাৎপর্য নাই? লিটফেস্ট বিষয়ে এটা একটি বড় শক ছিল। বন্ধুর আচরণে খুব অবাক হইছি। লেখক ও সাংবাদিক। ফেসবুক থেকে